আমাদের দলের সদস্যরা বিপদে, ২ লাখ টাকা করে চাঁদা দিতে হবে
চরমপন্থী পরিচয় দিয়ে ইউনিয়ন পর্যায়ের ছয়জন সরকারি সার ডিলারের কাছে চাঁদা দাবি করা হয়েছে। জন প্রতি দুই লাখ টাকা করে চাঁদা দাবি করে মুঠোফোন কল করা হয়।
এ ঘটনায় সাতক্ষীরা সদর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। এদিকে, হঠাৎ চরমপন্থী পরিচয় দিয়ে একই দিনে ছয়জন সার ডিলারদের কাছে চাঁদাদাবি করায় ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
সার ডিলার সমিতি ও কৃষক লীগের সভাপতি বিশ্বজিৎ সাধু জানান, বৃহস্পতিবার (০১৭২৫-৬৬৪৯৭২) নম্বর থেকে ঝাউডাঙ্গা ইউনিয়নের সরকারি সার ডিলার গোলাম রসুল, বাঁশদা ইউনিয়নের বকুল, ভোমরা ইনিয়নের আব্দুর রহিম, ব্রহ্মরাজপুর ইউনিয়নের সুবির সাহা, শহরের আজিবর রহমান ও কিছুক্ষণ আগে কদমতলা বাজারের আবুল হোসেনের নিকট ২ লাখ টাকা করে চাঁদা দাবি করা হয়।
তিনি আরও জানান, মুঠোফোনের অপর প্রান্ত থেকে বলা হয়, ‘আমি চরমপন্থী দলের সদস্য বলছি। আমরা সাতক্ষীরায় ঢুকেছি। অপনারা সারের ব্যবসা করে টাকা আয় করেছেন প্রচুর। আমাদের দলের সদস্যরা বিপদে আছে। তাদের মামলা চালাতে টাকা দরকার। এ জন্য ২ লাখ টাকা করে চাঁদা দিতে হবে।’
সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা ইউনিয়ন সরকারি সারের ডিলার গোলাম রসুল জানান, (০১৭২৫-৬৬৪৯৭২) নম্বর থেকে চরমপন্থী দলের সদস্য পরিচয় দিয়ে আমার কাছে চাঁদা দাবি করা হয়েছে। এ ঘটনায় সাতক্ষীরা সদর থানায় সাধারণ ডায়েরি করেছি।
এ বিষয়ে সাতক্ষীরা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহম্মেদ জাগো নিউজকে বলেন, এমন ঘটনার অভিযোগে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে।
আকরামুল ইসলাম/এএম/জেআইএম