ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সাতক্ষীরায় ৩ জামায়াত কর্মী আটক

জেলা প্রতিনিধি | সাতক্ষীরা | প্রকাশিত: ০২:২৩ এএম, ২৯ ডিসেম্বর ২০১৭

সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ থেকে তিন জামায়াত কর্মীকে আটক করেছে পুলিশ। আটকরা নাশকতার পরিকল্পনায় বৈঠক করছিলেন বলে দাবি পুলিশের।

বৃহস্পতিবার বিকেলে গোপন সংবাদে এদের আটক করা হয়। এ ঘটনায় সাতক্ষীরা সদর থানায় একটি নাশকতা মামলা হয়েছে।

আটকরা হলেন, সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা এলাকার ওবায়দুল্লা’র ছেলে ওলিউল্লাহ (৪০), আড়ুয়াখালী গ্রামের বাসারাতের ছেলে কোরবান আলী (৫০) ও কামারবাইসা গ্রামের ছাকাউদ্দীনের ছেলে মো. হান্নান (৪২)।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন বলেন, নাশকতার পরিকল্পনায় গোপন বৈঠককালে তিন জামায়াতকর্মীকে আটক করা হয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে বাকিরা পালিয়ে যায়। দশ জনের নাম উল্লেখপূর্বক অজ্ঞাত নামা ১২০/১৩০ জনকে আসামি করে একটি নাশকতা মামলা হয়েছে।

আকরামুল ইসলাম/এফএ/আইআই

আরও পড়ুন