ঝালকাঠিতে মাদক ব্যবসায়ীর কারাদণ্ড
ঝালকাঠিতে মিলন (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে এক বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকেলে শহরের পুরাতন গোরস্থান রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ। মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের জেলা পরিদর্শক মো. মোজাম্মেল হক এ দণ্ডাদেশ দেন। আটক মিলন নলছিটির ঢাপড় এলাকার রুস্তম আলী হাওলাদারের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে শহরের পুরাতন গোরস্থান রোড এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ি মিলেকে আটক করে পুলিশ। পরে পুলিশ তাকে ভ্রাম্যমাণ আদালত হাজির করে। এ সময় আদালতের বিচারক জেলা পরিদর্শক মো. মোজাম্মেল হক তাকে এক বছরের কারাদণ্ড দেন।
এআরএ/আরআই
সর্বশেষ - দেশজুড়ে
- ১ টাঙ্গাইলে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ শিক্ষার্থী নিহত
- ২ ভেকু দিয়ে নির্মাণাধীন রাস্তা কাটলেন আওয়ামী লীগ নেতা
- ৩ মা হলো ধর্ষণের শিকার কিশোরী, তিন মাসেও আসামিকে ধরতে ব্যর্থ পুলিশ
- ৪ সুদের টাকা আদায়ে ব্যবসায়ীর নামে আওয়ামী লীগ নেতার ১৯ মামলা
- ৫ নিজ বাড়িতে ‘যৌনকর্মীদের’ আশ্রয়, জামায়াত নেতাকে দল থেকে বহিষ্কার