ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

চাঁদপুরে রেজিস্ট্রি কর্মকর্তাকে তালাবদ্ধ

প্রকাশিত: ০৩:২৫ পিএম, ১৩ জুলাই ২০১৫

বকেয়া বেতনের দাবিতে চাঁদপুর জেলা রেজিস্ট্রি অফিস তালাবদ্ধ করে বিক্ষোভ সমাবেশ করেছে বিক্ষুব্ধ কর্মচারীরা। সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত চাঁদপুর সদর মডেল থানা লাগোয়া জেলা রেজিস্ট্রি অফিসের সামনে কর্মচারীরা বিক্ষোভ-সমাবেশ করে। তারা রেজিস্ট্রি কর্মকর্তাকে দিনভর তালাবদ্ধ করে রাখে এবং কর্মরিবতি পালন করে।

চাঁদপুর জেলা রেজিস্ট্রি অফিসের নকল নবিস (এক্সট্রা মোহরার) হিসেবে ১৭০ জন কর্মচারী রয়েছে। এক বছর ধরে এসব কর্মচারীরা বেতন পাচ্ছেন না। তাছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বর্তমান প্রধানমন্ত্রী তাদের চাকরি স্থায়ী করার ঘোষণা দিলেও আজ পর্যন্ত তাদের চাকরি স্থায়ী হয়নি। ঈদকে সামনে রেখে এক বছর যাবত বেতন না পাওয়া এবং চাকরি স্থায়ী করার জন্য দীর্ঘদিন ধরে এসব কর্মচারীরা দাবি জানিয়ে আসছে।

ইকরাম চৌধুরী/এমএএস/আরআই