ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

রাজশাহীতে আলাদা অভিযানে গ্রেফতার ৪১

নিজস্ব প্রতিবেদক | রাজশাহী | প্রকাশিত: ১১:২৩ এএম, ৩১ ডিসেম্বর ২০১৭

রাজশাহী নগরীতে আলাদা অভিযানে ৪১ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার রাতভর নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে নগর পুলিশের বিভিন্ন ইউনিট। রোববার দুপুরের পর তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

পুলিশ জানায়, অভিযানে ১৮ জন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়। অন্যান্য অপরাধে গ্রেফতার করা হয় আরও ১৬ জনকে। এছাড়া ৭৩ পিস ইয়াবা, ৬ গ্রাম হেরোইন এবং ৫ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করা হয় ৭ জনকে।

অভিযানে নগরীর বোয়ালিয়া মডেল থানা ১৪ জন, রাজপাড়া থানা ১০ জন, মতিহার থানা ১০ জন, শাহমখদুম থানা ৪ জন এবং নগর ডিবি ৩ জনকে গ্রেফতার করে।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ইফতেখায়ের আলম এ তথ্য নিশ্চিত করে বলেন, আলাদা অভিযানে পুলিশ তাদের গ্রেফতার করে। পরে এ নিয়ে আইনত ব্যবস্থা নেয়া হয়েছে।

ফেরদৌস সিদ্দিকী/এএম/আইআই

আরও পড়ুন