ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নওগাঁয় ইজতেমায় এক মুসল্লির মৃত্যু

জেলা প্রতিনিধি | নওগাঁ | প্রকাশিত: ০৫:৩০ এএম, ২৬ জানুয়ারি ২০১৮

নওগাঁয় আঞ্চলিক ইজতেমায় আব্দুল গনি (৭০) নামে এক মুসল্লির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে তিনি মারা যান।

আব্দুল গনি জেলার পত্নীতলা উপজেলার আমাইর ইউনিয়নের নেছের বাজার এলাকার মৃত তছির উদ্দিন মন্ডলের ছেলে।

স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁ শহরের বাইপাস সান্তাহার সংলগ্ন দোগাছী মাঠে বৃহস্পিতবার থেকে তিন দিনব্যাপী ইজতেমা শুরু হয়। ইজতেমায় হাজার হাজার মুসল্লির আগমন ঘটে।

ইজতেমায় যোগ দিতে অন্যান্য মুসল্লির সঙ্গে দুপুরে ইজতেমায় আসেন আব্দুল গনি। রাতে বার্ধ্যকজনিত কারণে তিনি মারা যান।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

বিএ