জমির জন্য শাশুড়িকে পিটিয়ে মারল জামাই
রাজবাড়ী জেলা সদরের রামকান্তপুরে জামাইয়ের পিটুনিতে নুরজাহান বেগম (৬৫) নামের এক শাশুড়ির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তার স্ত্রী শেফালী বেগম ও শ্যালক জিয়া সরদার।
মঙ্গলবার সন্ধ্যায় রামকান্তপুর এলাকায় এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহতদের রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে শেফালীর স্বামী আব্দুস সামাদ ও তার সহযোগীরা লাঠিসোটা নিয়ে সন্ধ্যায় তার শ্বশুরবাড়িতে প্রবেশ করে এবং তাদেরকে বেধড়ক পিটিয়ে আহত করে।
স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করে। এর কিছুক্ষণ পর চিকিৎসাধীন অবস্থায় শাশুড়ি নুরজাহান বেগম মারা যায়।
বিয়ষটি নিশ্চিত করে রাজবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. কামাল হোসেন ভুইয়া বলেন, এ ঘটনায় অভিযুক্ত আব্দুস সামাদকে গ্রেফতারের চেষ্টা চলছে।
রুবেলুর রহমান/এএম/আইআই