বেনাপোলে সাড়ে তিন মণ আতশবাজি আটক
যশোরের বেনাপোল চেকপোস্টে লোকাল কমিউটার ট্রেনে অভিযান চালিয়ে ভারতের তৈরি প্রায় সাড়ে তিন মণ ভারতীয় আতশবাজি আটক করা হয়েছে। বেনাপোল-খুলনা রুটের এই ট্রেনে অভিযান চালায় শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ।
ট্রেনটি বেনাপোল থেকে মঙ্গলবার বিকেলে ঝিকরগাছায় আসলে শুল্ক গোয়েন্দার দল সিগনাল দিয়ে গতিরোধ করে। ট্রেনটি তল্লাশিকালে সর্বশেষ বগির টয়লেটে লুকানো অবস্থায় এসব আতশবাজি পাওয়া যায়। আটককালে কোনো দাবিদার বা মালিককে পাওয়া যায়নি। ট্রেন কর্তৃপক্ষের সহায়তায় মূল হোতাকে শনাক্তের চেষ্টা চলছে।

প্রাথমিক অনুসন্ধানে দেখা যায়, এসব আতশবাজি অবৈধভাবে দেশের ভেতরে আনা হয়েছে। এগুলোর গায়ে ‘কিরণ ফায়ার ওয়ার্কস’ মেইড ইন ইন্ডিয়া লেখা রয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে এই তল্লাশি অভিযান পরিচালিত হয়। ধারণা করা হচ্ছে, পুটখালি বা এর আশপাশের সীমান্ত দিয়ে চোরাচালানের মাধ্যমে এসব পণ্য আনা হয়েছিল। বেনাপোল হয়ে নাভারণ স্টেশন দিয়ে এগুলো লোড হয়।
আটক পণ্য বেনাপোল কাস্টমস গুদামে জমা করা হবে এবং অন্যান্য আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
জেইউ/এআরএস/জেআইএম