এক ট্রাকের ধাক্কায় অপর ট্রাকের চালক নিহত
ছবি-প্রতীকী
গাজীপুরে ট্রাকের ধাক্কায় এনায়েত হোসেন (৩৫) নামে অপর এক ট্রাকের চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে গাজীপুর সিটি করপোরেশনের সালনা এলাকার জয়দেবপুর-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত এনায়েত হোসেনের বাড়ি বরিশালে। তবে তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।
নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি মো. আব্দুল হাই জানান, ভোর সাড়ে ৩টার দিকে ময়মনসিংহগামী একটি ট্রাক সালনা এলাকায় পৌঁছলে একটি চাকা নষ্ট হয়ে যায়। চালক এনায়েত ডিভাইডারের পাশেই চাকা খুলে লাগানোর চেষ্টা করছিলেন। এ সময় একইগামী অপর একটি ট্রাক পেছন দিকে থেকে তার ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও জয়দেবপুর ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধার করে।
আমিনুল ইসলাম/এফএ/আরআইপি