ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

২ কিলোমিটার দৌড়ে সেই স্বামীকে গ্রেফতার করলো পুলিশ

জেলা প্রতিনিধি | গাজীপুর | প্রকাশিত: ০৫:৩৪ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০১৮

গাজীপুরের শ্রীপুরে রাস্তায় ফেলে স্ত্রীকে পেটানোর ঘটনায় স্বামী ইব্রাহিমকে (৩৮) গ্রেফতার করেছে শ্রীপুর থানা পুলিশ। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের গোদারচালা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

শ্রীপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ আজিজুল হক বলেন, গত ২০ জানুয়ারি উপজেলার এমসি বাজারে ইব্রাহিম তার দ্বিতীয় স্ত্রী ফরিদা আক্তারকে প্রকাশ্যে নির্যাতনের ঘটনায় নির্যাতিতা বাদী হয়ে ওদিন বিকেলে তার স্বামী ইব্রাহিমকে প্রধান আসামি করে শ্রীপুর থানায় শিশু ও নারী নির্যাতন দমন আইনে মামলা করেন।

ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়। ঘটনার পরপরই ইব্রাহিম গা ঢাকা দেয়ায় তাকে গ্রেফতার করা যায়নি। পরে পুলিশ ইব্রাহিমকে গ্রেফতারে বিভিন্ন জায়গায় অভিযান অব্যাহত রাখে।

গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে ইব্রাহিম ওই এলাকায় অবস্থান করছে। রোববার গোদারচালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে হাবিবুর রহমানের দোকানে অবস্থানের খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। ইব্রাহিম পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে ২ কিলোমিটার দৌড়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

উল্লেখ্য, সাত বছর আগে তিন সন্তান রেখে ফরিদার প্রথম স্বামী পল্লী চিকিৎসক আব্দুল জলিল মারা যান। পরে স্বামীর রেখে যাওয়া সম্পত্তির লোভে তাকে বিয়ে করেন ইব্রাহিম।

স্বামীর কাছে রান্নার চাল কিনে দিতে বলায় গত ২০ জানুয়ারি উপজেলার এমসিবাজার এলাকায় পথচারীদের সামনে স্ত্রী ফরিদা বেগমকে নির্মম নির্যাতন করে ইব্রাহিম।

স্ত্রীকে রাস্তায় মারতে মারতে টেনেহিঁচড়ে রিকশায় ওঠানো হয়। পরে রিকশার পাটাতনে ফেলে নাক, মুখে জুতা দিয়ে আঘাত করে। ঘটনাটি একজন প্রত্যক্ষদর্শী মোবাইলে ভিডিও করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করায় ভিডিওটি ভাইরাল হয়ে যায়।

এ ঘটনার পর ফরিদা বাদী হয়ে স্বামী, স্বামীর দ্বিতীয় স্ত্রীসহ মোট পাঁচজনকে আসামি করে শ্রীপুর থানায় মামলা করেন। সেই মামলায় তাকে গ্রেফতার করা হয়।

মো. আমিনুল ইসলাম/এএম/আরআইপি

আরও পড়ুন