ছেলেদের মারামারি থামাতে গিয়ে বাবার মৃত্যু
গাজীপুরে ভাইদের মধ্যে মারামারি থামাতে গিয়ে বাবার মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে গাজীপুর সিটি কর্পোরেশনের হায়দরাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম রাজ্জাক মোল্লা (৬০)। তিনি হায়দরাবাদ এলাকার মৃত জমির উদ্দিন মোল্লার ছেলে। এ ঘটনায় নিহতের বড় ছেলে বিল্লাল হোসেন আহত হয়েছেন। তাকে গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জয়দেবপুর থানা পুলিশের এসআই আতিকুর রহমান ও স্থানীয়রা জানান, জমি সংক্রান্ত ঘটনায় রাজ্জাক মোল্লার দুই স্ত্রীর ছেলেদের মধ্যে বিরোধ চলছিল। প্রথম স্ত্রীর সংসারে তিন ছেলে এক মেয়ে। আর দ্বিতীয় সংসারে দুই ছেলে এক মেয়ে।
শুক্রবার বেলা আড়াইটার দিকে প্রথম সংসারের বিল্লাল মোল্লা ও খোকন মোল্লা বেড়াতে যাচ্ছিলো। তাদের বাড়ির পাশে একটি মার্কেটের সামনে পৌঁছালে পরের সংসারের দুই ছেলে সুমন ও স্বপন তাদের গতিরোধ করে। এসময় তাদের মধ্যে বাকবিতণ্ডা ও মারামারি শুরু হয়। খবর পেয়ে বাবা রাজ্জাক মোল্লা তাদের মারামারি থামাতে যান। এক পর্যায়ে ছেলেদের ধাক্কায় তিনি মাটিতে পড়ে যান। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
টঙ্গী থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) রমজান আলী জানান, নিহেতর শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
আমিনুল ইসলাম/এমএএস/আইআই