রাজৈরে প্রতারক সন্দেহে ১৪ নারীকে আটক
ছবি-ফাইল
মাদারীপুরের রাজৈর উপজেলার সাধুর ব্রিজ এলাকা থেকে শনিবার দুপুরে প্রতারক চক্র সন্দেহে ১৪ নারী সদস্যকে আটক করেছে পুলিশ। আটকদের সবার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায়।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়নের নয়াকান্দি সাধুর ব্রিজ নামক এলাকায় বাস থেকে নারী সদস্যের ওই দলটি অটোভ্যানে গ্রাম এলাকায় যাবার সময় এলাকাবাসীর সন্দেহ হলে থানায় সংবাদ দেয়। পরে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়।
রাজৈর থানা পুলিশের ওসি (তদন্ত) সিরাজুল হক সরদার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আটকরা প্রতারক চক্রের সদস্য কি-না জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এ কে এম নাসিরুল হক/এমএএস/জেআইএম