ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ৩২

জেলা প্রতিনিধি | কুষ্টিয়া | প্রকাশিত: ০২:১৮ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৮

কুষ্টিয়ায় পৃথক দুই সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত এবং ৭ পুলিশ সদস্য ও ২৫ শিক্ষক-শিক্ষার্থীসহ কমপক্ষে ৩২ জন আহত হয়েছেন।

পুলিশ জানিয়েছে বুধবার ভোর ৫টার দিকে কুষ্টিয়ার বিত্তিপাড়া এলাকায় ট্রাকের সঙ্গে পুলিশবাহী মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এতে মাইক্রোর চালক মনিরুল ইসলাম নিহত এবং অন্তত ৭ পুলিশ সদস্য আহত হয়েছেন।

অন্যদিকে দুপুর ১২টার দিকে কুষ্টিয়ার পাটিকাবাড়ি মুচিপাড়া নামক স্থানে একটি পিকনিকের বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ ঘটনায় কমপক্ষে ২৫ শিক্ষক-শিক্ষার্থী আহত হয়েছেন। বাসটি চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থেকে ঝিনাইদহ যাচ্ছিল। দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে ছুটে আসেন।

আল-মামুন সাগর/এমএমজেড/আরআইপি

আরও পড়ুন