ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

জেলা প্রতিনিধি | কুষ্টিয়া | প্রকাশিত: ০৮:২৩ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৮

কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ইন্টার্ন চিকিৎসকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় ভাঙচুর চালানো হয় ইন্টার্ন চিকিৎসকদের কক্ষও। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে দুইজনকে আটক করেছে পুলিশ।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) তাপস কুমার সরকার জানান, বুধবার বিকেল ৪টার দিকে জয়নাল নামে এক রোগী হৃদরোগে আক্রান্ত হয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ইমার্জেন্সিতে ভর্তি হন। সেখান থেকে তাকে হাসপাতালের ২নং ওয়ার্ডে ভর্তি করা হয়। ভর্তির কিছুক্ষণ পর ওই রোগীর মৃত্যু হয়। এ সময় মৃত রোগীর স্বজনরা চিকিৎসকদের দায়ী করে তাদের ওপর চড়াও হয় এবং ২নং ওয়ার্ড সংলগ্ন ইন্টার্ন চিকিৎসকদের কক্ষে ব্যাপক ভাঙচুর চালায়। সেইসঙ্গে বেশ কয়েকজন ইন্টার্ন চিকিৎসককে লাঞ্ছিত করে। বিষয়টি তাৎক্ষণিক কুষ্টিয়া মডেল থানা পুলিশকে অবহিত করলে পুলিশ দুইজনকে আটক করে।

কর্তব্যরত ইন্টার্ন চিকিৎসক নীলা জানান, রোগী মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে রোগীর স্বজনরা তাদের ওপর হামলা চালায় এবং লাঞ্ছিত করে। পরে তাদের কক্ষে ভাঙচুর করে। তবে রোগীর চিকিৎসা বিষয়ে তাদের কোনো অবহেলা ছিল না বলেও দাবি করেন ইন্টার্ন চিকিৎসকরা।

তবে রোগীর স্বজনরা অভিযোগ করেছেন, চিকিৎসা না পেয়ে অবহেলায় জয়নালের মৃত্যু হয়েছে।

আল-মামুন সাগর/এএম/জেআইএম

আরও পড়ুন