ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

পাইলস থেকে ক্যান্সারে আক্রান্ত শাকিল, থমকে আছে চিকিৎসা

জেলা প্রতিনিধি | মৌলভীবাজার | প্রকাশিত: ০৮:৫৮ এএম, ০৪ মার্চ ২০১৮

মৌলভীবাজার ইম্পিরিয়াল কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র মেহেদী হাসান শাকিল মরণব্যাধি ক্যন্সারে আক্রান্ত হয়ে মৃত্যর সঙ্গে পাঞ্জা লড়ছে। সে বাঁচতে চায়। ফিরে পেতে চায় স্বাভাবিক জীবন।

প্রতিভাবান নাট্যকর্মী ও ইম্পিরিয়াল কলেজের বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্র মেহেদী হাসান শাকিল (১৮) সদর উপজেলার সোনাপুরের ফুলমিয়ার বড় ছেলে।

কয়েক মাস আগে শাকিল পাইলস টিউমারে আক্রান্ত হয়। সেই টিউমার এখন রুপ নিয়েছে ক্যান্সারে। ইতোমধ্যে ঢাকাসহ বিভিন্ন যায়গায় রোগ নির্ণয় করতেই নি:স্ব হয়ে গেছে তার পরিবার। এরই মধ্যে করতে হয়েছে বাইপাস সার্জারি। কিন্তু, হয়নি পাইলস টিউমার অপসারণ।

শাকিল চিকিৎসার জন্য বর্তমানে কলকাতার ক্যান্সার হসপিটালে ভর্তি আছে। কিন্তু থমকে আছে তার চিকিৎসা। বিশাল চিকিৎসা ব্যয় পূরণ করতে পারছে না তার মধ্যবিত্ত পরিবার। ভারত থেকে শাকিলের বাবা মুঠোফোনে স্বজনদের জানিয়েছেন চিকিৎসার জন্য এই ১২ থেকে ১৫ লাখ টাকা প্রয়োজন। তবে সম্ভব শাকিলের চিকিৎসা।

সেই খবর শোনার পর শাকিলের বন্ধুরা মৌলভীবাজারে তার জন্য সহযোগিতা তুলতে শুরু করেছেন। ছাত্রছাত্রীরা তাদের টিফিনের টাকা থেকে শাকিলের চিকিৎসার ফান্ডে টাকা দিচ্ছেন।

এ অবস্থায় শাকিলে চিকিৎসার জন্য সমাজের বিত্তবানদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন শাকিলের অসহায় বাবা ও তার সহপাঠীরা।

সাহায্য পাঠাতে পারেন, ফুলমিয়া, হিসাব নম্বর ২৬৫৩১০১১২০৬৬৯, পূবালী ব্যাংক, মৌলভীবাজার শাখায়।

এমএএস/এমএস

আরও পড়ুন