ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

চাঁপাইনবাবগঞ্জে ককটেল-গান পাউডার উদ্ধার

জেলা প্রতিনিধি | চাঁপাইনবাবগঞ্জ | প্রকাশিত: ০৯:৩২ পিএম, ১১ মার্চ ২০১৮

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের গড়াইপাড়ার একটি বাঁশঝাড় থেকে শনিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে ১৩টি ককটেল ও ৫০০ গ্রাম গান পাউডার উদ্ধার করেছে র‌্যাব।

র‌্যাব-৫ কার্যালয় রোববার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শনিবার বোমার আঘাতে আয়ুব আলী নামে একজন নিহত হয়।

এরই জের ধরে উভয় পক্ষ ওই এলাকায় ককটেল, বোমা ও বিস্ফোরক মজুদ করছে এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জের ক্যাম্প কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাঈদ আব্দুল্লাহ আল-মুরাদের নেতৃত্বে র‌্যাবের একটি দল শনিবার দিবাগত রাত সোয়া ১টার দিকে ওই এলাকায় অভিযান চালিয়ে গড়াইপাড়ার একটি বাঁশঝাড় থেকে ১৩টি তাজা ককটেল ও ৫০০ গ্রাম গান পাউডার উদ্ধার করে। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতকারীরা পালিয়ে যায়। উদ্ধারকৃত ককটেল ও বিস্ফোরক চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‌্যাব।

মোহাঃ আব্দুল্লাহ/এএম/আরআইপি

আরও পড়ুন