ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সিঁধ কেটে ঘরে ঢুকে কৃষককে খুন

জেলা প্রতিনিধি | পটুয়াখালী | প্রকাশিত: ১১:৪৬ এএম, ১২ মার্চ ২০১৮

পটুয়াখালীর বাউফলে সিঁধ কেটে ঘরে ঢুকে দুই ভাইবোনের উপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে ভাই আবুল কালাম আজাদ (৪৫) নিহত ও গুরুতর আহত হয়েছেন বোন রিনা বেগম (২৮)। রিনা বেগমকে আশঙ্কাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

রোববার রাত ১২টার দিকে পশ্চিম মদনপুরা গ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবুল কালাম আজাদ কৃষক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে একদল দুর্বৃত্ত মুখশ পরে ঘরের সিঁধ কেটে প্রবেশ করে। পরে তাদের কুপিয়ে জখম করে। কিন্তু এ ঘটনার যথার্থ কারণ এখনও জানতে পারেনি পুলিশ।

বাউফল থানার ওসি মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

মহিব্বুল্লাহ্ চৌধুরী/এফএ/জেআইএম

আরও পড়ুন