২১ বছর পর কলেজে ছাত্র সংসদ নির্বাচন
দীর্ঘ ২১ বছর পর মাদারীপুরের শিবচরের ঐতিহ্যবাহী সরকারি বরহামগঞ্জ কলেজে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। পর্যাপ্ত পরিমাণ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়।
সোমবার অনুষ্ঠিত এ নির্বাচনে ছাত্রলীগ মনোনীত সায়েখ-মিজান-তাইবা পরিষদ বিপুল পরিমাণ ভোট পেয়ে বড় ধরনের জয় অর্জন করেছে।
জানা যায়, দীর্ঘ ২১ বছর পর সরকারি বরহামগঞ্জ কলেজে ছাত্রছাত্রী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। সোমবার সকাল ৮টা থেকে বেলা ২টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে বিপুল সংখ্যক ভোটারের উপস্থিতিতে ভোটগ্রহণ হয়।
দীর্ঘদিন পর ছাত্র নেতৃত্ব বেছে নিতে শিক্ষার্থীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ উদ্দীপনা। নির্বাচনে ছাত্রলীগ মনোনীত প্যানেল শায়েখ- মিজান-তাইবা পরিষদ ও ছাত্রদলের ২ প্যানেলের মধ্যে একটি জেলা উপজেলা ছাত্রদল মনোনীত বেলায়েত-মিজান পরিষদ ও অপরটি উপজেলা বিএনপির একাংশের আহ্বায়ক মনোনীত এনামুল-নাইমুল-শাকিল পরিষদ অংশগ্রহণ করে।
ভোট গণনা শেষে বিকেলে নির্বাচন কমিশন ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে ভিপি পদে ছাত্রলীগ মনোনীত সায়েখ মিয়া পেয়েছেন ২ হাজার ১৩৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এনামুল পেয়েছেন ৫২ ভোট।
জিএস পদে ছাত্রলীগ মনোনীত মিজান পেয়েছেন ২ হাজার ১২২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নাইমুল পেয়েছেন ৪৩ ভোট। এজিএস পদে ছাত্রলীগ মনোনীত তাইবা ইসলাম পেয়েছেন ২ হাজার ১৪৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাকিল পেয়েছেন ৫০ ভোট। নির্বাচনে ছাত্রলীগ মনোনীত প্যানেলের সবাই বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হন।
মাদারীপুর-১ (শিবচর) আসনের সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরীসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা ছাত্রলীগের বিজয়ী প্যানেলের সবাইকে অভিনন্দন জানিয়েছেন। এর আগে ১৯৯৭ সালে কলেজটিতে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।
এ কে এম নাসিরুল হক/এএম/এমএস