ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

পিকআপচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

জেলা প্রতিনিধি | ফেনী | প্রকাশিত: ০১:০৬ পিএম, ১৯ মার্চ ২০১৮

ফেনীর সোনাগাজী উপজেলায় পিকআপভ্যানচাপায় মো. ইব্রাহিম খলিল (৩৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। দুর্ঘটনায় জাহিদুল ইসলাম দিদার (৩৫) নামে অপর আরেক জন আহত হন।

রোববার গভীররাতে উপজেলার মতিগঞ্জের সাতবাড়িয়া সেতু এলাকায় ফেনী-সোনাগাজী সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত খলিল ফেনী সদরের ধর্মপুর ইউনিয়নের মঠবাড়িয়া জমদ্দারবাড়ির রফিকুল ইসলামের ছেলে। আহত দিদারকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন জানান, মোটরসাইকেলে খলিল ও দিদার সোনাগাজী থেকে ফেনীতে ফিরছিলেন। পথে বিপরীতমুখী একটি পিকআপভ্যান তাদের মোটরসাইলটি চাপা দেয়। এতে গুরুতর আহত হন দুজন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক ইব্রাহিমকে মৃত বলে ঘোষণা করেন।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্ত।

আরএ/জেআইএম

আরও পড়ুন