ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

দুবাইয়ে নিহত মাদারীপুরের মান্নানের বাড়িতে শোক

জেলা প্রতিনিধি | মাদারীপুর | প্রকাশিত: ০৬:১৪ পিএম, ২২ মার্চ ২০১৮

দুবাইয়ে ভবন নির্মাণ কাজ চলাকালীন উপর থেকে ক্রেনের রশি ছিড়ে মাদারীপুরের আ. মান্নান খান (৪৫) নামে এক প্রবাসী নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি শিবচর উপজেলার উমেদপুর গ্রামের দিনমজুর গেদু খানের ছেলে। বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ এয়ারে তার মরদেহ এসে পৌছায়। বাদ মাগরিব পারিবারিক কবরস্থানে তার দাফন করা হবে। এর আগে গত ১১ মার্চ রোববার বাংলাদেশি সময় আনুমানিক সাড়ে ১২টায় দুবাইয়ের আবুদাবি শহরে দুর্ঘটনায় প্রবাসী এই শ্রমিক মৃত্যু হয়েছে।

নিহতের পরিবার জানায়, সংসারের অভাব ঘুচাতে ভাগ্য পরিবর্তনের আশায় প্রায় ৮ বছর আগে মান্নান খান দুবাইয়ে যান। দুবাইয়ের ফ্রেবিক্স কোম্পানিতে নির্মান শ্রমিক হিসেবে স্বল্প মজুরিতে কাজ শুরু করে। প্রতিমাসে দুবাই থেকে যা টাকা পাঠাতো তা দিয়েই বাবা-মা, স্ত্রী-ছেলে, দুই মেয়েসহ ছয় জনের সংসার খরচ চলতো। গত ১১ মার্চ আবুদাবি শহরের ২৭ তলা ভবনের নির্মাণ কাজ করছিলেন মান্নান। হঠাৎ উপর থেকে একটি ক্রেনের রশি ছিড়ে তার উপর পড়লে ঘটনাস্থলেই মান্নানের মৃত্যু হয়। তার মৃত্যুতে পরিবারে শোক যেন শেষই হচ্ছে না। এদিকে একমাত্র উর্পাজনক্ষম ব্যক্তিকে হারিয়ে অনিশ্চয়তায় পড়ছে তিন সন্তানের ভবিষৎ।

উমেদপুর ইউনিয়ন চেয়ারম্যান আ. লতিফ মুন্সী জানান, নির্মাণ শ্রমিক মান্নানের মৃত্যুতে তার পরিবারের ভবিষ্যৎ অনিশ্চিয়তা দেখা দিয়েছে। দুবাই ফেব্রিক কোম্পানির কাছে দাবি করা হয়েছে তারা যেন মান্নানের পরিবারকে সাধ্যমত সহায়তা করেন।

এ কে এম নাসিরুল হক/আরএ/জেআইএম

আরও পড়ুন