ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

চাঁপাইনবাবগঞ্জে আ.লীগের কার্যালয় থেকে ২৩টি ককটেল উদ্ধার

জেলা প্রতিনিধি | চাঁপাইনবাবগঞ্জ | প্রকাশিত: ০৯:৩৮ পিএম, ২২ মার্চ ২০১৮

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বহরম মোড় এলাকার ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয় থেকে ২৩টি ককটেল উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় ককটেলগুলো উদ্ধার করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় রানী ইউনিয়নের ১, ২, ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ে অভিযান চালায় পুলিশ। এ সময় একটি প্লাস্টিকের ব্যাগে থাকা ২৩টি ককটেল উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। ককটেলগুলো কে বা কারা এনেছিল তা খতিয়ে দেখা হচ্ছে।

মোহা. আব্দুল্লাহ/আরএআর/জেআইএম

আরও পড়ুন