ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নড়াইলে পুলিশ মোতায়েনের মধ্যেই আবারও সংঘর্ষ

জেলা প্রতিনিধি | নড়াইল | প্রকাশিত: ০৮:১৯ পিএম, ০৩ এপ্রিল ২০১৮

পুলিশ মোতায়েনের মধ্যেই আবারও প্রতিপক্ষের হামলায় নড়াইলের আমাদা ও কামালপ্রতাপ গ্রামে ২০টি বাড়িঘর ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে প্রতিপক্ষের হামলায় আলী আহম্মেদ খানের সমর্থকদের ২০টি বাড়িঘর এবং আসবাবপত্র ভাঙচুর করা হয়।

ক্ষতিগ্রস্তরা জানান, সকালে লোহাগড়ার আমাদা গ্রামের আবুল কাশেম খানের সমর্থকরা রামদা, ঢাল-সড়কিসহ ধারালো অস্ত্র নিয়ে প্রতিপক্ষ আলী আহম্মেদ খানের সমর্থকদের বাড়িতে হামলা চালায়।

এর আগে গত ২৪ মার্চ ভোরে প্রতিপক্ষের হামলায় আমাদা গ্রামের আবুল কাশেম খানের সমর্থকদের ১৫টি বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটে বলে অভিযোগ রয়েছে। এ সময় শিশুসহ তিনজন আহত হয়।

নড়াইল সদর থানা পুলিশের ওসি আনোয়ার হোসেন জানান, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে আমাদা গ্রামের দুইপক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব-সংঘাত চলে আসছে। এর জের ধরে মঙ্গলবার এ হামলার ঘটনা ঘটেছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে।

হাফিজুল নিলু/এএম/আরআইপি

আরও পড়ুন