মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় প্রবাসী নিহত
ছবি-প্রতীকী
মাদারীপুরের কালকিনি উপজেলায় সড়ক দুর্ঘটনায় মো. দেলোয়ার বেপারী (৪৬) নামে এক মালয়েশিয়া প্রবাসী নিহত হয়েছেন।
বুধবার বিকেলে মোটরসাইকেল চাপায় তিনি নিহত হন। নিহত দেলোয়ার পৌর এলাকার উত্তর রাজদী গ্রামের মনতাজউদ্দিন বেপারীর ছেলে।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, পৌর এলাকার ৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. লোকমান হোসেনের ছোট ভাই ও প্রবাসী দেলোয়ার বেপারী ব্যক্তিগত কাজে বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বের হন।
পথিমধ্যে উপজেলার বালীগ্রাম এলাকার ভাঙাব্রিজ নামক স্থানে পৌঁছালে পেছন থেকে অন্য একটি মোটরসাইকেল এসে তাকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয় লোকজন মরদেহ উদ্ধার করে তার নিজ বাড়িতে নিয়ে যান।
এ ব্যাপারে নিহতের বড় ভাই সাবেক কাউন্সিলর লোকমান হোসেন বলেন, আমার ছোট ভাই মোটরসাইকেল চাপায় মারা গেছেন।
এ কে এম নাসিরুল হক/এএম/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্রের স্ক্র্যাপ ইয়ার্ডে আগুন
- ২ সীমান্তে সড়ক নির্মাণ নিয়ে কথা রাখেনি বিএসএফ, ফের পতাকা বৈঠক
- ৩ নাগরিকত্ব জটিলতায় ঝুলে রইলো বিএনপি প্রার্থী ফাহিম চৌধুরীর ভাগ্য
- ৪ দাঁড়িপাল্লার পক্ষে না থাকলে ওয়াজ মাহফিল শোনার দরকার নাই
- ৫ স্কুলশিক্ষককে হাতুড়িপেটা করার অভিযোগ দুই কিশোরের বিরুদ্ধে