গড়াইয়ের চরে ‘বন্দুকযুদ্ধে’ চরমপন্থী নেতা নিহত
কুষ্টিয়ার কুমারখালীর কয়া ইউনিয়নের গড়াই নদীর চরে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী সংগঠন লাল পতাকার এক আঞ্চলিক কমান্ডার নিহত হয়েছেন। এ ঘটনায় র্যাবের দুই সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার ভোর পৌনে ৫টার দিকে ‘বন্দুকযুদ্ধের’ এ ঘটনা ঘটে। কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্র জানায়, নিহত চরমপন্থী-সন্ত্রাসীর নাম আব্দুল কুদ্দুস। তার বাড়ি রাজবাড়ী জেলায় এবং তিনি নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী সংগঠন লাল পতাকার আঞ্চলিক কমান্ডার। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত র্যাব সদস্যরা নিহতের নাম-পরিচয় জানাতে পারেনি।
তবে র্যাব জানিয়েছে, একদল নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী সংগঠনের সন্ত্রাসী নাশকতার উদ্দেশ্যে কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের গড়াই নদীর চরে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের সদস্যরা সেখানে অভিযান চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। জবাবে র্যাব সদস্যরাও গুলি ছোড়ে।
‘বন্দুকযুদ্ধের’ এক পর্যায়ে চরমপন্থী সন্ত্রাসীরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে উদ্ধার করে। পরে তাকে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বন্দুকযুদ্ধে র্যাবের দুই সদস্য কনস্টেবল রশিদুজ্জামান ও এএসআই তহুরুল আহত হন বলে র্যাব সূত্র জানিয়েছে। বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্র ও কয়েক রাউন্ড গুলি উদ্ধার করেছে র্যাব।
আল-মামুন সাগর/এফএ/আরআইপি