ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মেহেরপুরে বোমা বিস্ফোরণে শিশু আহত

জেলা প্রতিনিধি | মেহেরপুর | প্রকাশিত: ০২:৩০ পিএম, ০৫ এপ্রিল ২০১৮

মেহেরপুরের গাংনীতে কুড়িয়ে পাওয়া বোমা বিস্ফোরণে সুমন আলী (১১) নামে এক শিশু আহত হয়েছে। আহত সুমনকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে সংকটাপন্ন অবস্থায় শিশুটিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার সাহারবাটি গ্রামে এ ঘটনা ঘটে। আহত শিশু সুমন সাহারবাটি গ্রামের মাঠ পাড়ার রেজাউলের ছেলে।

স্থানীয়রা জানায়, সুমন বাড়ির পাশে পাতা কুড়াতে গিয়ে ঘটনাস্থলে টেনিস বলের মত ২টি বস্তু দেখতে পায়। টেনিস বল ভেবে বস্তু বাড়িতে আনার পর সেটাকে নিয়ে খেলার সময় বিস্ফোরণ ঘটে মারাত্মক আহত হয় সে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে কালোটেপ দিয়ে মড়ানো পরিত্যক্ত অবস্থায় আরেকটি বোমা উদ্ধার করে।

মেহেরপুর জেনারেল হাসপাতালের আরএমও এহসানুল কবির জানান, আহত শিশুটির শরীরের বিভিন্ন জায়গায় বোমার ইসপিল্টিার ছিল তার শরীর থেকে সেগুলি বের করা হয়েছে। হাতের কব্জিতে গুরতর ক্ষত থাকায় তাকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতলে রেফার্ড করা হয়েছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্র নাথ সরকার বলেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে ঘটনার বিস্তারিত জানা যাবে।

আসিফ ইকবাল/আরএ/আরআইপি

আরও পড়ুন