ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

অটোভ্যান-ট্রাকে মুখোমুখি সংঘর্ষ, কলেজছাত্রী নিহত

জেলা প্রতিনিধি | জয়পুরহাট | প্রকাশিত: ০৭:২১ পিএম, ০৭ এপ্রিল ২০১৮

জয়পুরহাটের কালাই উপজেলার সরাইল এলাকায় অটোভ্যান-ট্রাকের মুখামুখি সংঘর্ষে কেয়া আক্তার (১৮) নামে এক কলেজছাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন জন। নিহত কেয়া কালাই মহিলা কলেজের একাদশ শ্রেণির ছাত্রী ও উপজেলার জগডুম্বর গ্রামের আব্দুল মোত্তালেবের মেয়ে।

শনিবার বিকেল ৪টার দিকে জয়পুরহাট-বগুড়া সড়কের এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন- উপজেলার নান্দাইলদীঘি গ্রামের সাখাওয়াত হোসেনের ছেলে শামীম হোসেন (২৪), থুপসাড়া-নওপাড়ার আব্দুল মান্নানের ছেলে ময়নূল (৩৫) এবং শিকটা গ্রামের মৃত হারেছের ছেলে মামুনুর রশীদ (৪৫) ।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ খান জানান, কেয়া কলেজ শেষ করে ব্যাটারি চালিত একটি অটো ভ্যানে বাড়ি যাওয়ার পথে সরাইল এলাকায় জয়পুরহাটগামী মালবাহী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ছাত্রী কেয়া নিহত হন। এসময় অটো ভ্যানে থাকা আরও তিন যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে কেয়ার মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

মো. রাশেদুজ্জামান/আরএ/আরআইপি

আরও পড়ুন