ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

দুস্থদের ৫ লাখ টাকা দিলো মাশরাফির ফাউন্ডেশন

জেলা প্রতিনিধি | নড়াইল | প্রকাশিত: ০৭:২৫ পিএম, ১০ এপ্রিল ২০১৮

বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার ‘নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন’ ৪৩ জন দুস্থ-অসহায় মানুষের জীবনযাত্রার মানোন্নয়নের লক্ষ্যে ৫ লাখ ১০ হাজার টাকা প্রদান করেছে।

মঙ্গলবার বেলা ১১টায় নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন পরিচালিত ‘থাইরো কেয়ার প্যাথলজি সেন্টার’ মহিষখোলস্থ শরিফ আব্দুল হাকিম ডায়াবেটিক হাসপাতাল চত্বরে এ অনুদান দেয়া হয়।

masrafi3

নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের সহ-সভাপতি শামীমুল ইসলাম টুলুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মো. এমদাদুল হক চৌধুরী, বিশেষ অতিথি মো. জসিম উদ্দিন, পৌর মেয়র মো. জাহাঙ্গীর বিশ্বাস, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জসিম উদ্দিন হাওলাদার, মাশরাফি বিন মর্তুজার বাবা গোলাম মর্তুজা স্বপন, ফাউন্ডেশনের চিকিৎসক ডা. দিপ বিশ্বাস প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কাজী বসিরুল হক।

masrafi3

উল্লেখ্য, গত ২৩ ফেব্রুয়ারি বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ স্টেডিয়ামে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন আয়োজিত ‘কনসার্ট ফর দ্য হেল্পলেস’ কনসার্ট আয়োজনে উপার্জিত ৬ লাখ ৬৩ হাজার ৭৬০ টাকা থেকে ৪৩ জন দুস্থদের মাঝে ৫ লাখ ৭ হাজার টাকার অনুদান দেয়া হয়।

হাফিজুল নিলু/এএম/এমএস

আরও পড়ুন