ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

খাগড়াছড়িতে ট্রাকচাপায় যুবক নিহত

জেলা প্রতিনিধি | খাগড়াছড়ি | প্রকাশিত: ১০:১৫ এএম, ১৩ এপ্রিল ২০১৮

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ট্রাকচাপায় লিটন চাকমা (১৯) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার ভোর পৌনে ৬টার দিকে উপজেলার সাপমারা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত লিটন চাকমা পানছড়ির জগানশ্বর পাড়ার অধিবাসী ফুলোময় চাকমার ছেলে।

মাটিরাঙ্গা থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. রমজান জানান, ভোরের দিকে ঢাকা থেকে ছেড়ে আসা শান্তি পরিবহনের একটি বাসকে ওভারটেক করতে গিয়ে খাগড়াছড়ি থেকে ছেড়ে আসা কলাবাহী জিপ (বগুড়া-২০৭৬) ও খাগড়াছড়িগামী ট্রাক (ঢাকামেট্টো-ট-১৮-২৫১০) দুর্ঘটনা কবলিত হয়। এ সময় জিপের সামনের সিটে বসে থাকা হেলপার লিটন চাকমা রাস্তায় পড়ে গেলে ট্রাকের নিচে চাপায় পড়ে আহত হন। এ সময় পুলিশ তাকে দ্রুত উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মো. জাকির হোসেন জানান, ঘাতক ট্রাকটিকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

মুজিবুর রহমান ভুইয়া/আরএআর/এমএস

আরও পড়ুন