পাঁচবিবিতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পূব কড়িয়া গ্রামে আবুল কাশেম নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে তার মরদেহ উদ্ধার করা হয়। আবুল কাশেম উপজেলার পূব কড়িয়া গ্রামের আব্দুল মজিদের ছেলে।
পাচঁবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন জানান, শুক্রবার সকালে আবুল কাশেমের বাড়ির আশেপাশে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে প্রতিবেশীরা তার ঘরে ঝুলন্ত মরদেহ দেখে পুলিশকে খবর দেয় । পরে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠায়।
এটি এটি হত্যা না আত্মহত্যা ময়নাতদন্তের পর সে বিষয়ে নিশ্চিত হওয়া যাবে বলে জানান ওসি জানান।
মোঃ রাশেদুজ্জামান/এনএফ/এমএস