ফের ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেছে ছাত্রলীগ
দুটি উপজেলা ও ১০টি ইউনিয়ন ছাত্রলীগের কমিটি বাতিলের দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেছে ছাত্রলীগের পাঁচ শতাধিক নেতাকর্মী। শুক্রবার দুপুর ২টায় বরগুনার আমতলী উপজেলার চৌরাস্তা এলাকায় ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে নেতাকর্মীরা। অবরোধের ফলে যান চলাচল বন্ধ হয়ে সড়কের দুই পাশে ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে।
সড়ক অবরোধ করে ছাত্রলীগের পদবঞ্চিত নেতাকর্মীরা সদ্য ঘোষিত বরগুনার আমতলী ও তালতলী উপজেলা ছাত্রলীগ এবং বরগুনা সদর উপজেলার ১০টি ইউনিয়ন ছাত্রলীগের কমিটি বাতিলের দাবিতে সমাবেশের পাশাপাশি বিভিন্ন স্লোগান দিচ্ছেন।
আন্দোলনদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ৯ এপ্রিল রাতে বরগুনার আমতলী ও তালতলী উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষণার পাশাপাশি বরগুনার সদর উপজেলার ১০টি ইউনিয়নের কমিটি ঘোষণা করে জেলা ছাত্রলীগ। নবগঠিত এসব কমিটিতে মাদক ব্যবসার অভিযোগে অভিযুক্ত ও বিতর্কিত নেতাদের নেতৃত্ব দেয়া হয়েছে বলে অভিযোগ আন্দোলনকারীদের।
তবে এ অভিযোগকে ক্ষমতালোভী ও স্বার্থান্বেষী একটি মহলের পরিকল্পিত ষড়যন্ত্র বলে মন্তব্য করেছেন বরগুনা জেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের আদনান অনিক।
এ বিষয়ে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদ উল্যাহ বলেন, মহাসড়ক থেকে তাদের সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ চেষ্টা করছে।
এর আগে গতকাল বৃহস্পতিবার দুপুরে ঢাকা-কুয়াকাটা মহাসড়কের আমতলী চৌরাস্তা এলাকায় মহাসড়ক অবরোধ করে আমতলী উপজেলা ছাত্রলীগের পদবঞ্চিত নেতাকর্মীরা।
সাইফুল ইসলাম মিরাজ/আরএআর/এমএস