ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ফেনীতে নকল মবিল কারখানায় অভিযান, উপকরণ জব্দ

জেলা প্রতিনিধি | ফেনী | প্রকাশিত: ০৭:০৯ পিএম, ২৫ এপ্রিল ২০১৮

ফেনীতে নকল মবিল কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ উপকরণ জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানার প্রতিষ্ঠানের মালিককে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেন।

আদালত সূত্র জানায়, ফেনীর শহরতলীর সালাহ উদ্দিন সড়কের আনোয়ার লুব্রিকেন্টে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। ক্যাস্ট্রোল একটিভ, শারলু আল্ট্রা সুপার, এক্সন মবিলের বোতলে নকল লেভেল লাগিয়ে বাজারজাত করছে। এসময় বিভিন্ন ব্র্যান্ডের ১৮১টি খালি কনটেইনার, ৫৬টি নকল মবিলযুক্ত কনটেইনার, বিপুল পরিমাণ ব্যবহৃত রঙ ও স্টিকার জব্দ করা হয়। পরে নকল পণ্য প্রস্তুত করার অপরাধে আদালত আনোয়ার লুব্রিক্যান্টের মালিক মো. আনোয়ার হোসেনকে ১ লাখ ২০ হাজার টাকা অর্থদণ্ড দেন।

অভিযানে আরও উপস্থিত ছিলেন- জেলা স্যানিটারি ইন্সপেক্টর সুজন বড়ুয়া ও ব্যাটালিয়ান আনসার সদস্যরা।

আরএ/জেআইএম

আরও পড়ুন