ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

পুঠিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | রাজশাহী | প্রকাশিত: ১১:০২ এএম, ৩০ এপ্রিল ২০১৮

রাজশাহীর পুঠিয়ায় বজ্রপাতে ইয়াকুব আলী (৪৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার সকাল সোয়া ৭টার দিকে উপজেলার বানেশ্বর ইউনিয়নের নওপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইয়াকুব আলী ওই গ্রামের আরেজ উদ্দিনের ছেলে।

নিহতের স্বজনরা জানিয়েছেন, সকালে বাড়ির পাশে বেগুন খেতে কাজ করছিলেন ইয়াকুব। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান তিনি। খবর পেয়ে মরদেহ নিয়ে যান স্বজনরা।

বিষয়টি নিশ্চিত করে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সায়েদুর রহমান ভূইয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। উপজেলা প্রশাসন এ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।

ফেরদৌস সিদ্দিকি/এফএ/জেআইএম

আরও পড়ুন