ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

তিন পার্বত্য জেলায় হরতাল প্রত্যাহার

জেলা প্রতিনিধি | খাগড়াছড়ি | প্রকাশিত: ০৪:০৭ পিএম, ০৭ মে ২০১৮

তিন দফা দাবিতে খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবানে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ ও পার্বত্য নাগরিক পরিষদের ডাকা টানা ৪৮ ঘণ্টার সকাল-সন্ধ্যা হরতাল ৬ ঘণ্টা পরই সোমবার দুপুর ২টার দিকে প্রত্যাহার করা হয়েছে।

পার্বত্য নাগরিক পরিষদের দপ্তর সম্পাদক মো. খলিলুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, দাবি পূরণে প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে এ হরতাল প্রত্যাহার করা হয়েছে।

মহালছড়ির মাইসছড়ি থেকে নিখোঁজ মাটিরাঙ্গার তিন বাঙালি যুবককে উদ্ধার, রাঙ্গামাটির নানিয়ারচরে বাঙালি গাড়িচালক সজিব হাওলাদারসহ পাঁচ জনের হত্যাকারীদের গ্রেফতার এবং উপজাতি সশস্ত্র সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফ-জেএসএসকে নিষিদ্ধের দাবিতে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ ও পার্বত্য নাগরিক পরিষদ এ হরতালেরর ডাক দেয়।

এর আগে বৃহত্তর পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ ও পার্বত্য অধিকার ফোরাম রোববার (৬ মে) থেকে টানা ৭২ ঘণ্টার হরতালের ডাক দেয়।

১২ ঘণ্টা হরতাল চলার পর প্রশাসনের আশ্বাসে এবং জনভোগান্তির কথা বিবেচনা করে রোববার সন্ধ্যা ৬টার দিকে হরতাল প্রত্যাহার করা হয়।

মুজিবুর রহমান ভুইয়া/এএম/এমএস

আরও পড়ুন