চাঁদপুুরে নদী উত্তাল : সকল লঞ্চ চলাচল বন্ধ
ফাইল ছবি
সমুদ্রে নিম্নচাপের কারণে চাঁদপুরকেও ৭নং বিপদ সংকেতের আওতায় আনা হয়েছে। সকাল থেকেই চাঁদপুরের পদ্মা ও মেঘনা উত্তাল হয়ে উঠেছে। চাঁদপুর থেকে সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ করে দিয়েছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সকাল সোয়া ৭টায় চাঁদপুর বন্দর ও পরিবহন কর্তৃপক্ষ এই ঘোষণা দেয়।
লঞ্চগুলো নিরাপদ স্থানে নোঙর করে রাখা হয়েছে। চাঁদপুর বন্দর ও পরিবহন কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান জাগো নিউজকে জানান, চাঁদপুরকে ৭ নম্বর নৌ-বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। সকাল থেকে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের লোকজন নৌ-টার্মিনালে উপস্থিত রয়েছেন। পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত সকল লঞ্চ চলাচল বন্ধ থাকবে।
ইকরাম চৌধুরী/এমজেড/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চালের দাম ২০ টাকা বেড়ে গেছে পদ্মা সেতুর দায় পরিশোধ করতে গিয়ে
- ২ উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়লো সাড়ে চার শতাধিক ঘর
- ৩ অনিয়মে বাধা, এলজিইডির দুই প্রকৌশলীকে হুমকি ঠিকাদারি প্রতিষ্ঠানের
- ৪ মসজিদের মাইকে ঘোষণা দিয়ে র্যাবের ওপর হামলা, পেছনে ইয়াছিন বাহিনী
- ৫ কুমিল্লায় যাত্রীবাহী বাসে তল্লাশি, বিদেশি পিস্তলসহ দুই যুবক আটক