রাজশাহীতে বাসের ধাক্কায় বৃদ্ধা নিহত
প্রতীকী ছবি
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সুলতানগঞ্জ মাজার গেট এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় রাশিদা বেগম (৬০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। রোববার সকালে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে গোদাগাড়ী মডেল থানার পুলিশ পরিদর্শক আলতাব হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকালে মহাসড়ক পারাপার হচ্ছিলেন ওই বৃদ্ধা। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা চাঁপাইনবাবগঞ্জগামী এক যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে মহাসড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন রাশিদা। এ নিয়ে নিহতের পরিবারের কোনো অভিযোগ নেই।
আবেদনের প্রক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
নিহত রাশিদা বেগম গোদাগাড়ী পৌরসভার সারাংপুর পুলিশপাড়া মহল্লার ইসরাইল হোসেনের স্ত্রী।
ফেরদৌস সিদ্দিকী/আরএ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্রের স্ক্র্যাপ ইয়ার্ডে আগুন
- ২ সীমান্তে সড়ক নির্মাণ নিয়ে কথা রাখেনি বিএসএফ, ফের পতাকা বৈঠক
- ৩ নাগরিকত্ব জটিলতায় ঝুলে রইলো বিএনপি প্রার্থী ফাহিম চৌধুরীর ভাগ্য
- ৪ দাঁড়িপাল্লার পক্ষে না থাকলে ওয়াজ মাহফিল শোনার দরকার নাই
- ৫ স্কুলশিক্ষককে হাতুড়িপেটা করার অভিযোগ দুই কিশোরের বিরুদ্ধে