ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

হত্যা মামলায় মামা ও ভাইসহ চারজনের মৃত্যুদণ্ড

জেলা প্রতিনিধি | মাদারীপুর | প্রকাশিত: ০৩:০১ পিএম, ১৪ মে ২০১৮

মাদারীপুরের শিবচরে ব্যবসায়ী সোহেল মল্লিক হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার দুপুরে মাদারীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শরিফ উদ্দিন আহম্মদ এই আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত আসামিরা বর্তমানে জামিন নিয়ে পলাতক রয়েছেন।

মামলার বিবরণে জানা গেছে, সম্পত্তি নিয়ে দ্বন্দ্বের জেরে ২০১৩ সালের ৮ আগস্ট রাতে সোহেল মল্লিককে কুপিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় পরের দিন শিবচর থানায় নিহতের বাবা মো. সোহলে মল্লিক বাদী হয়ে হত্যা মামলা করেন। ওই মামলায় সোহলের সৎ ভাই আল-আমিন খান, মামা খালেক হাওলাদার, মিজানুর রহমান ও শাহিন হাওলাদারকে আসামি করা হয়। পুলিশ তদন্ত শেষে ৪ জনের বিরুদ্ধে চার্জশিট প্রদান করে।

মামলার বাদী নিহত সোহেল মল্লিকের বাবা বলেন, রায়ে আমি সন্তুষ্ট। অতি শিগগিরই যাতে রায় কার্যকর করা হয় আমি সরকারের কাছে এই দাবি জানাচ্ছি।

নাসিরুল হক/এফএ/জেআইএম

আরও পড়ুন