আমবাড়িয়া ইউপিতে স্বতন্ত্রপ্রার্থী জয়ী
কুষ্টিয়ার খোকসার আমবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদের উপ-নির্বাচনে স্বতন্ত্রপ্রার্থী আমিনুর রহমান বিষু ১৮৪ ভোটের ব্যবধানে বেসরকারিভাবে জয়ী হয়েছেন।
মঙ্গলবার সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে উৎসবমুখর পরিবেশে ৯টি কেন্দ্রে চেয়ারম্যান পদের উপ-নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
ভোটে স্বতন্ত্রপ্রার্থী প্রবীণ আওয়ামী লীগ নেতা আমিনুর রহমান বিষু মোটরসাইকেল প্রতীক নিয়ে ১ হাজার ৮১৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন।
তার নিকটতম প্রার্থী মনিরুজ্জামান বিশ্বাস নৌকা মার্কা প্রতীক নিয়ে পেয়েছেন ১ হাজার ৬৩১ ভোট। অন্যান্য প্রার্থীদের মধ্যে বিএনপি প্রার্থী রেজাউল করিম ধানের শীষ প্রতীক নিয়ে ২৮৪ ভোট পান।
সমাজতান্ত্রিক দল জাসদের মশাল প্রতীক নিয়ে নূর জাহান বেগম ১ হাজার ২৩২ ভোট, স্বতন্ত্রপ্রার্থী আনারস মার্কা নিয়ে নাজমুল সালেহীন সুজন ৯২৮ ভোট ও চশমা প্রতীক নিয়ে মনিরুজ্জামান খান পেয়েছেন ৪১ ভোট।
নির্বাচনের রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার মোহা. আব্দুল হাদী বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন। এই ইউনিয়নে ৮ হাজার ৩০৭ জন ভোটারের মধ্যে ৫ হাজার ৯৭৩ ভোট কাস্টিং হয়। এর মধ্যে ৪২ ভোট বাতিল হয়।
উল্লেখ্য, চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি আমবাড়িয়া ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান আব্দুস ছাত্তারের মৃত্যুতে চেয়ারম্যান পদটি শূন্য হয়।
আল-মামুন সাগর/এএম/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সরকারি কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে প্রচারণা চালাতে পারবেন
- ২ রাজনীতিকে শুধু মিছিল-মিটিং, দোষারোপের মধ্যে সীমাবদ্ধ রাখতে চাই না
- ৩ ভোট দিতে কেউ বাধা দিলে সে শেখ হাসিনা হয়ে যাবে: আসিফ নজরুল
- ৪ চিরকুট লিখে নবজাতককে অচেনা নারীর কোলে রেখে গেলেন মা
- ৫ সমাবেশে বক্তৃতা দেওয়ার সময় কুষ্টিয়া জেলা জামায়াতের আমিরের মৃত্যু