মাদারীপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
মাদারীপুরের শিবচর উপজেলায় অভিযান চালিয়ে ১ হাজার পিস ইয়াবাসহ জসিম চৌধুরী (২২) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার ভোর ৪টার দিকে উপজেলার দ্বিতীয়া খণ্ড এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক জসিম ওই এলাকার বেলায়েত চৌধুরীর ছেলে।
শিবচর থানা সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শিবচর থানার পরিদর্শক (তদন্ত) শাহজাহান মিয়াসহ পুলিশের একটি দল অভিযান চালায়। এসময় বাড়িতে থাকা অবস্থায় জসিমকে আটক করা হয় এবং তার কাছ থেকে ১ হাজার পিচ ইয়াবা উদ্ধার করে পুলিশ।
শিবচর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের কঠোর অভিযান চলছে। সেই প্রেক্ষিতে ইয়াবাসহ যুবকটিকে আটক করে পুলিশ। তিনি একজন মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে এলাকা ইয়াবা বিক্রি ও সেবন করে আসছিল তিনি। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
একে এম নাসিরুল হক/আরএ/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নকল দুধ তৈরির দায়ে কারখানা মালিকের এক বছর কারাদণ্ড
- ২ এলপিজি সংকটে সব গ্যাস স্টেশন বন্ধ, ভোগান্তিতে চালক-সাধারণ মানুষ
- ৩ কোটিপতি ‘ব্যবসায়ী’ তাহেরীর স্ত্রীর নামে কিছুই নেই
- ৪ মোড়কজাত নিবন্ধন না থাকায় দুই প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা
- ৫ ‘প্রত্যেক ভোটকেন্দ্রে ক্যামেরা থাকবে, লাইভ দেখা যাবে থানা থেকে’