কানে হেডফোন, প্রশ্নপত্রের ছবি তোলায় ৪ জন আটক
নাটোরে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা চলাকালীন তিন পরীক্ষার্থী ও একজন শিক্ষককে আটক করেছে পুলিশ।
শনিবার সকালে পরীক্ষা চলাকালীন সময়ে নাটোরের বিভিন্ন কেন্দ্র থেকে ৩ জন পরীক্ষার্থী ও গতকাল শুক্রবার রাতে শহরের দত্তপাড়া ডিগ্রি কলেজের প্রদর্শক রফিকুল ইসলাম মুকুলকে নিজ বাড়ি থেকে আটক করে ডিবি পুলিশ।
আটক শিক্ষার্থীরা জেলার সিংড়া, গুরুদাসপুর, ও নাটোর সদর উপজেলার বাসিন্দা। অপরদিকে আটক শিক্ষক নাটোর শহরতলির দত্তপাড়া ডিগ্রি কলেজের প্রদর্শক রফিকুল ইসলাম মুকুল।
এ তথ্য নিশ্চিত করে নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও পরীক্ষা কমিটির সদস্য সচিব রাজ্জাকুল ইসলাম বলেন, ২০১৪ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় নাটোর জেলায় মোট ২০ হাজার ৫৪১ জন পরীক্ষার্থী ছিল। সকালে পরীক্ষা চলাকালীন সময়ে রানী ভবানী সরকরি মহিলা কলেজে সবিতা খাতুন নামে এক পরীক্ষার্থী কানে মোবাইল ফোনের হেডফোন ব্যবহার করার সময় তাকে আটক করা হয়।
অপরদিকে আর কে দুলু মডেল উচ্চ-বিদ্যলয়ে নাহিদুল ইসলাম ও রাসেদুল হাসান নামে দুই পরীক্ষার্থীকে মোবাইল ফোনে প্রশ্নপত্রের ছবি তুলে বাইরে পাঠানোর সময় তাদের দুজনকেই আটক করে পুলিশ।
এছাড়া শহরের দত্তপাড়া ডিগ্রি কলেজের প্রদর্শক রফিকুল ইসলাম মুকুলকে পরীক্ষার্থীদের ভালো ফলাফল পাইয়ে দেয়ার প্রলোভন দেওয়ার অভিযোগে আটক করা হয়।
এ রির্পোট লেখা পর্যন্ত নাটোর ডিবি কার্যালয়ে আটকদের জিজ্ঞাসা চলছিল। তবে ডিবি ওসি আব্দুল হাই বলছেন, জিজ্ঞাসায় অপরাধ প্রমাণিত হলে মামলা করা হবে।
রেজাউল করিম রেজা/এমএএস/আরআইপি