তিন কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ, গ্রেফতার ৪
তিন মারমা কিশোরীকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগে চার যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় ধর্ষণের শিকার এক কিশোরীর বাবা মহালছড়ি থানায় মামলা করলে পুলিশ মঙ্গলবার রাতে ওই চারজনকে গ্রেফতার করে। ধর্ষণের শিকার ওই ৩ কিশোরীকে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যার দিকে জেলার মহালছড়ির মাইসছড়ির মানিকছড়ি মুখ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তিন বান্ধবী বসে আড্ডা দিচ্ছিল। এ সময় থুইচিং মারমা, সাটিং মারমা, হৃদয় চাকমা ও সাইফুল মারমা নামের চার যুবক সেখানে এসে তাদেরকে ভয়ভীতি দেখিয়ে পাশের সেগুন বাগানে তুলে নিয়ে ধর্ষণ করে। এ সময় ধর্ষণের শিকার এক কিশোরী পালিয়ে এসে স্থানীয় গ্রামবাসীকে জানালে স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছলে ধর্ষকরা পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা অপর দুই কিশোরীকে উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মহালছড়ি থানা পুলিশের ওসি নুরে আলম ফকির জানান, ওই ৩ কিশোরী স্থানীয় হাইস্কুলের দশমলবার গভীর রাতে অভিযান চা শ্রেণির ছাত্রী। মঙ্গলিয়ে পুলিশ ধর্ষকদের গ্রেফতার করেছে। ধর্ষণের শিকার তিন ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান তিনি।
মুজিবুর রহমান ভুইয়া/এফএ/আরআইপি