ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বাগাতিপাড়ায় রেল লাইনে নারীর মরদেহ

জেলা প্রতিনিধি | নাটোর | প্রকাশিত: ০৫:৪৪ পিএম, ৩১ মে ২০১৮

নাটোরের বাগাতিপাড়ায় অজ্ঞাত পরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার মালঞ্চি রেল স্টেশনের অদূরে রেল লাইনের ওপর থেকে এ মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, সকাল ৮টার দিকে রেল স্টেশনের দেড়শ গজ উত্তর দিকে রেল লাইনের পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে বিষয়টি রেলওয়ে কর্তৃপক্ষকে জানান তারা। পরে খবর পেয়ে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

সান্তাহার রেলওয়ে থানা পুলিশের এসআই সুকুমার চন্দ্র বর্মন জানান, নিহত নারীর বয়স আনুমানিক ২৭ বছর। ট্রেনে কাটা পড়ে ওই নারীর মুখ মন্ডল বিকৃত হওয়ায় তাকে চেনার উপায় নেই। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

রেজাউল করিম রেজা /আরএআর/পিআর

আরও পড়ুন