ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজা-ফেনসিডিলসহ ৩ মাদক কারবারি আটক
ছবি-প্রতীকী
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় ৯৭৫ বোতল ফেনসিডিল ও ৪ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। রোববার ভোরে উপজেলার বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের নলগরিয়া গ্রামের মুর্তুজ আলীর ছেলে মহেব আলী (৪৫), পাহাড়পুর ইউনিয়নের সেজামুড়া গ্রামের জাহাঙ্গীর মিয়া (৩৫) ও চান্দুরা ইউনিয়নের কালিসীমা গ্রামের তারা মিয়ার ছেলে সাদ্দাম হোসেন (২৪)।
পুলিশ জানায়, শনিবার রাত থেকে রোববার ভোর পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান চালায় পুলিশ। অভিযান চলাকালে পৃথক স্থান থেকে ৯৭৫ বোতল ফেনসিডিল ও ৪ কেজি গাঁজাসহ ওই তিন মাদক কারবারিকে আটক করা হয়।
বিজয়নগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আর্শাদ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
আজিজুল সঞ্চয়/আরএ/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, আহত ২০
- ২ আওয়ামী লীগ ছাড়া নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব নয়
- ৩ তাহাজ্জুদ পড়ে ভোট কেন্দ্রের সামনে গিয়ে ফজরের জামায়াত করবেন
- ৪ ঝিনাইদহে ফেস্টুন ভাঙচুর-হামলা, আচরণবিধি ভঙ্গের অভিযোগ
- ৫ গাজীপুরে ককটেল ফাটিয়ে এজেন্ট ব্যাংকিংয়ের ২৪ লাখ টাকা ছিনতাই