ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ঝিনাইদহে বজ্রপাতে শিশুর মৃত্যু, মা-নানি আহত

জেলা প্রতিনিধি | ঝিনাইদহ | প্রকাশিত: ০৪:৪৬ পিএম, ০৩ জুন ২০১৮

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বজ্রপাতে হৃদয় দাস নামে সাত বছরের শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুটির মা ও নানি আহত হয়েছেন। রোববার দুপুরে উপজেলার কৃষ্ণনগর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশু ওই গ্রামের সেলুনকর্মী বিজন দাসের ছেলে। আহত মা ববিতা দাসকে (৩৫) সঙ্কটাপন্ন অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে আর নানি যশোদা দাসকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

হৃদয়ের আত্মীয়রা জানান, দুপুর দুইটার দিকে স্থানীয় গড়াই নদীতে স্নানশেষে হৃদয়, তার বাবা বিজন দাস, মা ববিতা দাস এবং নানি যশোদা দাস বাড়ি আসছিলেন। পথে পরিবারটি বজ্রপাতের শিকার হয়। এ সময় হৃদয়, তার মা ববিতা দাস ও নানি যশোদা দাস আহত হন। উদ্ধারের পর হৃদয় ও নানি যশোদাকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক হৃদয়কে মৃত ঘোষণা করেন। হৃদয়ের মা ববিতা দাস সঙ্কটাপন্ন অবস্থায় কুষ্টিয় জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

শৈলকুপা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন জানান, তারা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।

আহমেদ নাসিম আনসারী/আরএ/আরআইপি

আরও পড়ুন