সিংড়ায় ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৭
নাটোরের সিংড়া উপজেলায় মাদকবিরোধী অভিযানে ১০ পিস ইয়াবা ও গাঁজাসহ সাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার রাতে ও রোববার দুপুরে পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- পৌর শহরের চাঁদপুর মহল্লার ইসমাইলের ছেলে শহিদুল (৩৫), রবিউল ইসলামের ছেলে সুলতান (৪২), সোহাগবাড়ি মহল্লার মনজুরুল ইসলামের ছেলে হাসান মাহমুদ (৩২), বালুয়া বাসুয়া মহল্লার নুরল ইসলামের ছেলে বিপ্লব (৩০), সরকার পাড়া মহল্লার আমজাদ হোসেন শেখের ছেলে রুহুল আমিন (২৭), উপজেলার আতাইকুলা গ্রামের মৃত আনোয়ারের ছেলে আবু সুফিয়ান সজিব (৩০) ও কলমের সূর্য্যপুর গ্রামের রহমতুল্লাহর ছেলে আ. সাত্তার (৬০)।
সিংড়া থানা পুলিশের ওসি মনিরুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় পৃথক পৃথক মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।
রেজাউল করিম রেজা/এএম/আরআইপি