মাদারীপুরে সাপের কামড়ে যুবকের মৃত্যু
ছবি-ফাইল
মাদারীপুরের কালকিনিতে বিষধর সাপের কামড়ে মো. আজাদ খান (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আজাদ খান উপজেলার বালীগ্রাম এলাকার বালীগ্রাম গ্রামের আলী আজম খানের ছেলে।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় বালীগ্রাম বাজার থেকে আজাদ খান বাড়ি ফিরছিলেন। এ সময় একটি বিষধর সাপ এসে তার পায়ের ওপর কামড় দেয়। এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে মাদারীপুর সদর হাসপালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে ফরিদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বালীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাকির হোসেন সাপের কামড়ে আজাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
একেএম নাসিরুল হক/আরএআর/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নকল দুধ তৈরির দায়ে কারখানা মালিকের এক বছর কারাদণ্ড
- ২ এলপিজি সংকটে সব গ্যাস স্টেশন বন্ধ, ভোগান্তিতে চালক-সাধারণ মানুষ
- ৩ কোটিপতি ‘ব্যবসায়ী’ তাহেরীর স্ত্রীর নামে কিছুই নেই
- ৪ মোড়কজাত নিবন্ধন না থাকায় দুই প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা
- ৫ ‘প্রত্যেক ভোটকেন্দ্রে ক্যামেরা থাকবে, লাইভ দেখা যাবে থানা থেকে’