ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সাতক্ষীরায় অস্ত্র-গুলিসহ দুই ডাকাত আটক

জেলা প্রতিনিধি | সাতক্ষীরা | প্রকাশিত: ০৩:০৮ পিএম, ০৭ জুন ২০১৮

সাতক্ষীরায় একটি ওয়ান শ্যুটার গান, এক রাউন্ড গুলি, পাঁচটি রামদা ও চারটি বোমাসহ দুই ডাকাতকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

বৃহস্পতিবার ভোরে সাতক্ষীরা-যশোর সড়কের ছয়ঘরিয়ার লস্কর ফিলিং স্টেশন সংলগ্ন এলাকা থেকে এদের আটক করা হয়।

আটকরা হলেন, কালিগঞ্জের কাশিবাটি গ্রামের মোহাম্মদ আলীর ছেলে মোজাফফর হোসেন (৪০) ও সদর উপজেলার ডুমুরতলা এলাকার মোজাম্মেল হকের ছেলে আতাউর রহমান বাবলু (৩৩)।

সাতক্ষীরা ডিবি পুলিশের পরিদর্শক শাহরিয়ার হাসান জানান, আটকরা ভোরে সাতক্ষীরা-যশোর সড়কের ছয়ঘরিয়া এলাকার বিভিন্ন গাড়িতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

আকরামুল ইসলাম/এফএ/জেআইএম

আরও পড়ুন