ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

লক্ষ্মীপুরে ৮ কিশোরকে পিটিয়ে হাসপাতালে

জেলা প্রতিনিধি | লক্ষ্মীপুর | প্রকাশিত: ০৪:৩৬ পিএম, ০৯ জুন ২০১৮

লক্ষ্মীপুরে পূর্ব শক্রতার জের ধরে তুলে নিয়ে ৮ কিশোরকে পিটিয়ে আহত করা হয়েছে। আহতরা সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

সদর উপজেলার লাহারান্দির রাজু মার্কেটে শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- মো. মানিক, শাকিল হোসেন, আরজু আহমেদ, মো. আকাশ, মো. রাসেল, রিংকু, মজিদ ও ফয়সাল। তারা আবিরনগর গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার আবিরনগর গ্রামের সাফু মেম্বার বাড়ি থেকে রাতে আট কিশোরকে তুলে নিয়ে যায় রাকিব হোসেন, বাবুল ও সবুজসহ সংঘবদ্ধ যুবকরা। পূর্ব শক্রতার জের ধরে জোরপূর্বক তাদেরকে তুলে নেয়া হয়। পরে লাহারকান্দির রাজু মার্কেটের ভেতরে আটকে কিশোরদেরকে পিটিয়ে আহত করা হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন বলেন, এ ঘটনায় অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

কাজল কায়েস/আরএ/এমএস

আরও পড়ুন