ফিরতি পথের নিরাপত্তায় আরও কঠোর ব্যবস্থা
ঈদে ফিরতি পথে যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে অন্যান্য বারের চেয়ে এবার আরো কঠোর ব্যবস্থা নেয়া হয়েছে দাবি করে নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, লঞ্চে অতিরিক্ত যাত্রী বোঝাই নিয়ন্ত্রণে ঘাট এলাকায় ম্যাজিস্ট্রেটসহ পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।
সোমবার দুপুরে মাদারীপুরের কাঁঠালবাড়ি ঘাটে নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান এসব কথা বলেন।
মন্ত্রী সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, পুলিশ, র্যাব,ম্যাজিস্ট্রেটসহ সকল দফতরের সম্মিলিত প্রয়াসেই ঈদে ঘরমুখো যাত্রীরা নির্বিঘ্নে বাড়ি পৌঁছেছেন। কোরবানির ঈদ ভরা বর্ষায় পড়ায় আমরা আগেভাগেই ব্যাপক প্রস্তুতি নিচ্ছি। যাতে যাত্রীরা নির্বিঘ্নে যাতায়াত করতে পারে।
এদিকে এখনও শিমুলিয়া–কাঁঠালবাড়ি নৌরুট হয়ে কর্মস্থলমুখী যাত্রীদের তেমন চাপ বাড়েনি। বরং ঘরমুখো যাত্রীদের ভীড়ে উল্টো চিত্র দেখা গেছে। কাঁঠালবাড়ি ইয়িলাছ আহমেদ চৌধুরী ফেরি ঘাটে ফেরিগুলোকে দীর্ঘসময় যানবাহনের অপেক্ষায় থাকতে দেখা যাচ্ছে।
নাসিরুল হক/এফএ/জেআইএম