নির্বাচনের পর এসপির সঙ্গে দেখা করলেন হাসান সরকার
গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত পরাজিত মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকার বৃহস্পতিবার দুপুরে গাজীপুরের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ হারুন অর রশিদের সঙ্গে তার কার্যালয়ে গিয়ে সাক্ষাৎ করেছেন।
নির্বাচনে পক্ষপাতের অভিযোগ এনে পুলিশ সুপারের প্রত্যাহারের দাবি জানিয়েছিল বিএনপি। নির্বাচনে পরাজয়ের একদিন পর সেই পুলিশ সুপারের সঙ্গে সাক্ষাৎ করলেন হাসান উদ্দিন সরকার।
সাক্ষাৎ শেষে হাসান উদ্দিন সরকার বলেন, খারাপের বিরুদ্ধে অভিযোগ সব সময় থাকবে। আমি আল্লাহর কাছে দোয়া চাই যেন সারাজীবন অন্যায়ের প্রতিবাদ করতে পারি।
অপরদিকে পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ এটিকে সৌজন্য সাক্ষাৎ মন্তব্য করে বলেন, তিনি কোনো অভিযোগ দিতে আসেননি।
পুলিশ সুপার বলেন, নির্বাচনে নাশকতার পরিকল্পনার কারণে মেজর মিজানকে জিজ্ঞাসাবাদ চলছে। মেজর মিজান ও ফজলুল হক মিলনের অডিওটা আমাদের কাছে আছে। আমরা দুটি বিষয় তদন্ত করে দেখছি। তারা বেসিক্যালি চেয়েছিল নির্বাচনের দিন অরাজকতা ও গোলযোগ করে একটা সমস্যা সৃষ্টি করতে। আমরা তাদের দুটি অডিও পাওয়ার পর অধিক এলার্ট ছিলাম। যার কারণে নির্বাচনের দিন ও নির্বাচনের পরবর্তী দিনে কোনো ঝামেলা হয়নি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে, তদন্ত শেষে যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হবে।
আমিনুল ইসলাম/আরএআর/পিআর