ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

শ্রীপুরে সড়ক সংস্কার ও জলাবদ্ধতা নিরসনের দাবি

শ্রীপুর (গাজীপুর) | প্রকাশিত: ০২:২৪ পিএম, ৩০ জুন ২০১৮

গাজীপুরের শ্রীপুরে সড়ক সংস্কার ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে প্রায় এক কিলোমিটার এলাকা জুড়ে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে এলাকাবাসী।

শনিবার সকাল ১০টার দিকে শ্রীপুর পৌর এলাকার মাওনা চৌরাস্তায় অনুষ্ঠিত ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে স্থানীয় ব্যবসায়ী, কয়েকটি বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও এলাকার সর্বস্তরের জনগণ অংশ নেয়। মানববন্ধন থেকে আগামী ৭ দিনের মধ্যে ভাঙাচোরা সড়ক সংস্কারের উদ্যোগ নেয়া না হলে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।

Sreepur-Road

মানববন্ধন থেকে ব্যবসায়ী ও সাংবাদিক জামাল উদ্দিন জানান, দীর্ঘ কয়েক বছর যাবৎ শ্রীপুরের বিভিন্ন আঞ্চলিক সড়ক ভেঙেচুরে একাকার হয়ে গিয়েছে। সড়কগুলোর মধ্যে মাওনা চৌরাস্তা-মাওনা বাজার-কালিয়াকৈর সড়ক ও মাওনা-বারতোপা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এ সড়ককে কেন্দ্র করে প্রায় ১৫টি বেসরকারি হাসপাতাল, ১০-১২টি শিক্ষা প্রতিষ্ঠান, কয়েক হাজার ছোট বড় ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। দীর্ঘদিন সংস্কার না হওয়ায়, ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারণে সৃষ্ট জলাবদ্ধতায় সড়কগুলো চলাচল অনুপযোগী হয়ে পড়ে, এ ছাড়া সব সময়ই যানজট লেগে থাকে।

তিনি জানান, এই সড়কের শিক্ষার্থীরা সঠিক সময়ে বিদ্যালয়ে যেতে পারে না, হাসপাতালগুলোতে রোগী আনা নেয়া করতে সমস্যা হয়। ওই সড়ক ব্যবহার করে গ্রাহক (কাস্টমার) না আসায় সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে ব্যবসায়ীদের। লোকসানের মুখে অনেক ব্যবসায়ী তাদের ব্যবসা গুটিয়ে নিতে বাধ্য হচ্ছে। ভাঙাচোরা সড়কের কারণে প্রায় সময়ই স্কুল কলেজগামী শিক্ষার্থীদের বহনকারী যান উল্টে আহত হওয়ায় ঘটনাও ঘটছে।

তাই দ্রুততম সময়ের মধ্যে ওই সড়ক সংস্কারের দাবি জানান এলাকাবাসী।

Sreepur-Road

উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি খন্দকার হোসেনের পরিচালনায় মানববন্ধনে আরও বক্তব্য দেন- বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, শ্রীপুর উপজেলা যুবলীগের সহ-সভাপতি রেফাজ আহমেদ মিলন, শিক্ষা ও পাঠাগার বিষয়ক সম্পাদক মনিরুজ্জামান মনির, মাওনা চৌরাস্তা ব্যবসায়ী মালিক কল্যাণ সমিতি সভাপতি মোশারফ হোসেন সরকার, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শামীম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কামাল ফকির প্রমুখ। এতে উপস্থিত ছিলেন- ডা. গোলাম মোস্তফা, শফিকুল ইসলাম মোড়ল, শেখ জসিম ও জাহাঙ্গীর আলমসহ স্থানীয় ব্যবসায়ীবৃন্দ।

মানববন্ধনে বর্ণমালা কিন্ডার গার্টেন, মোহাম্মদ আলী মাস্টার একাডেমি, চাইল্ড হুড একাডেমি, টাঙ্গাইল শাহিন ক্যাডেট স্কুল, মেরিট একাডেমির শিক্ষার্থীরা ও শিক্ষকরা অংশগ্রহণ করেন।

শিহাব খান/আরএ/পিআর

আরও পড়ুন